Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে গুণগত মান সম্পন্ন বীজ উৎপাদনের লক্ষ্যে বীজ ও উদ্যান উইং এর অধীনে ১৯৭৬ সালে বীজ উৎপাদন  (কন্ট্রাক্ট গ্রোয়ার্স) বিভাগ, বিএডিসি’র যাত্রা শুরু হয়। এই বিভাগের মাধ্যমে বিএডিসি’র বিভিন্ন খামারে উৎপাদিত বীজ থেকে চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে বিএডিসি কর্তৃক নির্ধারিত মাঠ মান ও বীজ মান অনুযায়ী গুণগত মান সম্পন্ন ভিত্তি, প্রত্যায়িত ও মানঘোষিত শ্রেণীর বীজ উৎপাদন ও সংগ্রহ করা হয়। দিনাজপুর (কঃ গ্রোঃ) জোনের আওতায় ৩ টি ইউনিট, ৮ টি ব্লক ও ৭১৪ টি স্কীম রয়েছে।  বর্তমানে উপ-পরিচালক (কঃ গ্রোঃ) এর দপ্তর, বিএডিসি’র তত্ত্বাবধানে ২,২৭৩ জন চুক্তিবদ্ধ চাষীর মাধ্যমে ১১,৯৭০.৫৯ একর সার্ভেকৃত জমিতে উৎপাদন কর্মসূচী অনুযায়ী ধান, গম ও ভূট্টার গুণগত মান সম্পন্ন বীজ উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

ছবি